সম্মানিত অভিভাবক,
আসসালামু আলাইকুম।
পড়াশোনার পাশাপাশি বিনোদনের মাধ্যমে বাচ্চাদের মেধা বিকাশের জন্য মনোরম পরিবেশে কিছু বিনোদনমূলক কার্যক্রম বা খেলাধুলা সাথে বাচ্চাদের সম্পর্কিত করানো জরুরী বলে মনে করি।
তাই আমরা গ্রীন সিটি গ্রামার স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছি প্লে -৫ম শ্রেনির শিক্ষার্থীদের নিয়ে আমরা বাবুল্যান্ড যাবো।
শিক্ষার্থী প্রতি চাঁদা -৭৫০/- টাকা।
প্যাকেজের মধ্যে যা যা অন্তর্ভুক্ত (বাবুল্যান্ডে প্রবেশ + রাইড + খাবার+ যাতায়াত খরচ)
বি:দ্র: একজন শিক্ষার্থীর সাথে একজন অভিভাবক যেতে পারবেন এবং অভিভাবকের জন্য খাবার ও যাতায়াত খরচ ফ্রী।
চাঁদা জমা দানের শেষ তারিখ :১৫/০৯/২৫ইং (সোমবার)